October 15, 2024, 12:36 am
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অটোভ্যানের ধাক্কায় লাভলী (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী নিউ মার্কেট এলাকায় পাঁকা সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত ওই নারী উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী গ্রামের হানিফের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোভ্যানটি শালবাহান বাজার থেকে নিউমার্কেট হয়ে বুড়াবুড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। নিউমার্কেট পার হয়ে হারাদিঘী যাওয়ার পথে ওই নারীর রাস্তা পারাপারের সময় অটোভ্যানটি তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় ওই নারী। পরে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলে রাস্তায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জানার জন্য তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায়কে মুঠোফোনে কল করা হলে কলটি রিসিভ না হওয়ায় ডিউটি অফিসারকে কল করা হয়। এতে ডিউটি অফিসার বিষয়টি জানেন তবে কোনো মন্তব্য করতে রাজি হননি। মন্তব্য নিতে ওসির সঙ্গে কথা বলতে বলেন।
মুহম্মদ তরিকুল ইসলাম।।