October 13, 2024, 7:02 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০বোতল অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল উদ্ধার ও একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন পুলিশ।
জেলা পুলিশ সুপার, মোঃ তরিকুল ইসলাম এর দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, এর নেতৃত্বে এসআই/নুরুল হক সরকার, সঙ্গীয় ফোর্স সহ থানার নওদাবাস মৌজাস্থ আব্দুল বারেক,এর বাড়ীতে তার দখল হইতে ১৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলেন আব্দুল বারেক(৪৪),লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের মৃত কালিমুদ্দিনের ছেলে। এ সংক্রান্তের কালীগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলা নম্বর ০৮, ধারা- ৩৬(১) সারনীর ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়ন নওদাবাস গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১৫০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন থানার পুলিশ।
হাসমত উল্লাহ ।