July 6, 2025, 6:27 am
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া ।।
গত ১৪ জুলাই ‘আড়াই হাজার টাকার সিসিটিভি ক্যামেরা ৩২ হাজারে ক্রয়’ এবং ১সেপ্টেম্বর ‘চেয়ারম্যানের দুর্নীতির দোকান’ শিরোনামে সমকালে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদের জেরে দৈনিক সমকালের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়াকে হাত-পা বেঁধে ভেঙে ফেলার হুমকি দিয়েছেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ্।
হুমকির প্রতিবাদ এবং চেয়ারম্যানের অপসারণের দাবীতে সোমবার ঘাটাইল উপজেলা পরিষদের সামনে সকাল ১১ টার দিকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘাটাইল প্রেসক্লাব আয়োজিত ঘাটাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সাজ্জাদ রহমানের সঞ্চালায় মানববন্ধনে সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো.আজহার উদ্দিন ও সুফিসিদ্দিকী। আজহার উদ্দিন বলেন, আওয়ামী লীগের আমলে কিভাবে ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছেন তা আমাদের জানা আছে। চেয়ারম্যানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন ‘আপনি একজন আওয়ামী লীগের নেতা, এটা সবাই জানে। এখন খোলস পাল্টিয়ে জামায়াত নেতা হতে চাচ্ছেন, এটাও মানুষ দেখতেছে’।
টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও দেশ টিভির সাংবাদিক আতিকুর রহমান তার বক্তব্যে বলেন,আপনি কিভাবে চেয়ারম্যান হয়েছেন তা কিন্তু আমাদের জানা। আপনি এলাকায় সন্ত্রসের রাজত্ব গড়ে তুলছেন এ তথ্য এরই মধ্যে আমাদের হাতে চলে এসেছে। সাবধান হয়ে যান দুর্নীতি করে এখন আর পার পাবেন না। আপনার মুখোশ উন্মোচন করার সময় এসেছে। সাগরদিঘীর জনগণ আপনাকে ছাড়বে না। ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন সম্প্রতি সময়ে সাগরদিঘী ইউপি চেয়ারম্যানের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মাসুম মিয়াকে তিনি হাত-পা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন। নজরুল ইসলাম, সহসভাপতি আতা খন্দকার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব ঘাটাইলের সভাপতি দৈনিক যায়যায়দিন ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আর্য্য,সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, সহসভাপতি দৈনিক সকালের সময় ও আনন্দ টেলিভিশন উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু মোঃ সোয়েব ডন সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান কলি, মাই টিভির ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়সসহ ঘাটাইল টাঙ্গাইল জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রকি মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।