October 13, 2024, 6:47 am
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি গ্রামে অভিযান চালিয়ে মোক্তার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে। সে একউ উপজেলার মাইলমারি গ্রামের আছের উদ্দীন মল্লিকের ছেলে। ঝিনাইদহ র্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার দুপুরে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় কতিপয় অবৈধ মাদক ব্যবসায়ী অবস্থান করছে। খবর পেয়ে র্যাব মহিষগাড়ি এলাকায় অস্থান নিয়ে অভিযান চালিয়। এ সময় একটি শুটারগান ও গুলিসহ মোক্তার মল্লিককে আটক করে র্যাব। এ ব্যাপারে শৈলকুপা থানায় রোববার দুপুরে র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
আতিকুর রহমান
ঝিনাইদহ