October 9, 2024, 3:57 pm
খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেলার বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বরগুনা-কে ২০২৩-২৪ অর্থবছরের কর্মমূল্যায়নে জেলা প্রশাসন বরগুনা কর্তৃক সহকারী কমিশনার (ভূমি) ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত করেন এবং সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।
১২ জুন ২০২৩ সালে বেতাগীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে প্রতিটি মুহূর্তে দায়িত্বের সাথে কর্তব্য পালন করে সাধারণ মানুষের নিকট জনপ্রিয় হয়ে উঠেন। উপকূলীয় জনপদে কিছুদিন আগে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে, ঘূর্ণিঝড়ে সময় ক্ষতিগ্রস্ত ও আসহায় মানুষের পাসে দাড়ান তিনি। সর্বক্ষেত্রে সাহসীকতার সাথে দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকা ছিল।
জানা যায়, তার কর্মকালীন সময়ে রেকর্ড পরিমাণ সরকারি ভূমি উদ্ধার, মিসকেস নিষ্পত্তি,রাজস্ব আদায় এবং দ্রুত ও সততার সাথে সেবাগ্রহীতাদেরকে সেবা প্রদান, দ্রব্য মূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু ব্যবসায়িদের জরিমানা, মাদক ব্যবসায়ী, মাদক সেবীদের আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে খাস জমি বরাদ্দের ব্যবস্থা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন।
সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, যেকোনো ভালো প্রাপ্তি কাজ করার উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তিনি, জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি)হিসাবে মূল্যায়ন করার জন্য বরগুনার জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বেতাগী উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানান।