October 13, 2024, 8:35 am
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি মোঃ হারুন-অর রশিদ হারুন মোল্লার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ২৪শে আগষ্ট শনিবার । সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা জানান জনপ্রিয় প্রয়াত নেতা মোঃ হারুন-অর রশিদ হারুন মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে স্মরণসভা এবং বাদ আছর উপজেলা পরিষদ মডেল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সুজানগর পৌরযুবদলের সাবেক আহব্বায়ক সিদ্দিক বিশ্বাস জানান প্রয়াত নেতা মোঃ হারুন-অর রশিদ হারুন মোল্লা ১৯৯০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখার সভাপতি এবং ২০১২ সাল থেকে প্রায় এক যুগ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুজানগর উপজেলা শাখার সভাপতি হিসেবে এবং পরবর্তীতে সুজানগর উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, ২০২০ সালের ২৪ আগষ্ট ৫৫ বৎসর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার সহদর কনিষ্ঠ ভাই উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা জানান পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এম এ আলিম রিপন
সুজানগর,পাবনা।