October 14, 2024, 9:01 pm
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নেন। প্রশাসকরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করবেন এ দায়িত্ব।
দায়িত্বভার গ্রহণ শেষে প্রথম দিনই পৌর প্রশাসক সোহাগ চন্দ্র সাহা উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রেল স্টেশন, পুলিশ স্টেশন, গোহাট, বাজারসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় পৌর প্রশাসক জনদুর্ভোগ কমাতে ও পৌর শহরে সেবার মান বৃদ্ধিতে কর্মকর্তা-কর্মচারীদের দিকনির্দেশনা দেন।
প্রশাসক সোহাগ চন্দ্র সাহা বলেন, পৌরসভা একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। পৌরবাসীর ট্যাক্সের টাকায় পৌর এলাকার উন্নয়ন হয়। আমাদের প্রধান কাজ নাগরিক সেবা নিশ্চিত করা। কোনোভাবেই চাই না এই সেবা থেকে নাগরিকরা বঞ্চিত হোক কিংবা সেবা বাধাগ্রস্ত হোক। তাই সেই সেবা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করা হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, স্বাস্থ্য কর্মকর্তা ডা: গোলাম রসুল রাখি, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামাল হোসেন, কাউন্সিলরবৃন্দ, পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।