December 21, 2024, 4:36 pm
সুনামগঞ্জ প্রতিনিধি।।
ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা অফিসার ও জোয়ানদের হত্যার ঘটনায় সকল খুনীদের বিচারের দাবীতে এবং বিভিন্ন সময় ফ্যাসিস সরকারের হাতে নিহত সকল শহীদদের স্মরণে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের শোকর্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া’র নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি শোর র্যালী বের করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আনোয়ার আলম, যুগ্ম-আহবায়ক উবায়দুল ইসলাম, যুগ্ম-আহবায়ক রমজানুল করিম পাপন, সদস্য কায়রুল হাসান সাজু, সদস্য নাঈম আহমেদ শিশির, জেলা ছাত্রদল নেতা শাহ রাহুল, আজগর, হারুন, রেজুয়ান, বাপ্পি, সাজিদুল ইসলাম, আফজাল, শাহরিয়ার নাঈম, নাঈম আহমেদ রাব্বি, আয়মানসহ জেলা ছাত্রদল ও জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন বিগত আওয়ামী ফ্যাসিস অবৈধ খুনী শেখ হাসিনার সরকারের শাসনামলে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশী-বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে হেফাজতের অসংখ্য নিরীহ আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হয়েছে। গত ১৫ বছরে অসংখ্য বিরোধী দল বিএনপি,ছাত্রদল,যুবদলসহ বিভিন্ন মত ও পথের বিরোধী দলীয় অসংখ্য নেতাকর্মীদের গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিরোধী দলগুলোর গনতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনে নৃশংস গনহত্যা করা হয়েছে। ঐ সমস্ত হত্যাকান্ডের সাথে যারা জড়িত আছে অবিলম্বে সঠিক তদন্ত করে খুনীদের বিচারের রায় কার্যকর করতে বর্তমান সরকারের নিকট দাবী জানান। ##