December 22, 2024, 6:24 am
রফিকুল ইসলাম :
পটুয়াখালী রাঙ্গাবালীতে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে ইদ্রিস গাজী (৩৮) নামের এক কৃষক মারা গেছেন। শনিবার বিকেলে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইদ্রিস গাজী পশুরীবুনিয়া গ্রামের মৃত বশির গাজীর ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বৃষ্টির মধ্যে খেতে চাষাবাদ করতে যান ইদ্রিস গাজী। বড়বাইশদিয়া কানকুনিপাড়া গ্রামের আবু হাওলাদারের সাথে কাজ করেন তিনি। বিকেল থেকেই মুশাল ধারে বৃষ্টি আর বজ্রপাতের কারণে চাষাবাদের ট্রাক্টর বন্ধ করে দেন। কাজের মালিকের বাড়িতে আসার পথে হঠাৎ বজ্রপাতে মারা যান। রবিবার সকালে কৃষি খেতে ইদ্রিসের মরাদেহ দেখতে পান এলাকার লোকজন। কাজের বাড়ির লোকজন বলেন, আমরা ভাবছি বৃষ্টির কারণে ইদ্রিস রাতে মসজিদে শুয়ে আছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, বজ্রপাতে নিহতের পরিবার থেকে আমাদের কাছে কেউ আসেনি। বিশেষভাবে আমি জানতে পারছি বজ্রপাতে ইদ্রিস গাজী নামে এক ব্যক্তি মারা গেছে।
##