December 22, 2024, 5:57 am
কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীতে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে ১৬ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ডের চড়ুই ভাতি নামক রেস্তরায় এই কর্মসুচির আয়োজন করা হয়েছে।
এ সময় গৌরনদী প্রেশ ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৌরনদী ও আগৈলঝাড়া প্রেশক্লাবের উপস্থিত সাংবাদিকদের মাঝে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন বিএনপির চেয়ার পার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান উপদেষ্টা গৌরনদী – আগৈলঝাড়া- ১ আসনের সাবেক সাংসদ মোঃ জহির উদ্দিন স্বপন। দুই ঘন্টা আলোচনা সভায় তিনি বক্তব্যে বলেন, প্রত্যেক সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য পুন্য আচরণ বজায় রাখা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকলকর ঔদ্ধত্য আহবান জানান। এ ছারা আরো বলেন,সাংবাদিকরা দেশের বিবেক ও চতুর্থ স্হম্ভ। তাই অপসাংবাকিতা বর্জন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য প্রত্যেককে ঔদ্ধত্য আহবান জানান তিনি।
এ সময় সিনয় সাংবাদিকদের মধ্য উপস্থিত থেকে বক্তব্য দেন মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ রিপন, খন্দকার মেঃ মনির হোসেন মিয়া, খোকন আহম্মেদ হিরা প্রমুখ। এছারাও, গৌরনদী – আগৈলঝাড়ার বিভিন্ন পত্রিকার কর্মরত শতাধিক সাংবাদিক বৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।