July 6, 2025, 4:34 am
শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
১৪ই আগস্ট দিবাগত রাতে কালিগন্জ – জীবন নগর মহা-সড়কের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর- কৃষ্ণচন্দ্রপুর বাকাড়ার খাল ও বকুনডিয়া নামক স্থানে পৃথক পৃথক দুই জায়গায় রোডে গাছ ফেলে রোড আটকিয়ে ডাকাতি হয়েছে।
তথ্যনুসন্ধানে জানা গেছে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত রোডে গাছ কেটে বেরিকেট দিয়ে এই ডাকাতি সংঘটিত হয় বলে জানা গেছে। সিরামিক কারখানার কাছে ও রাখালভোগা বকুনডিয়া ব্রীজের কাছে। ৪/৫ টি যাত্রীবাহি বাস ঢাকা পরিবহন থেকে ছিনিয়ে নগত অর্থ নেয়, একজন যাত্রী জানাই রয়েল পরিবহনের সুপার ভাইজারকে ডাকাত দল হাতে ধারালো অস্রদিয়ে কোপ দিলে সে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।