September 17, 2024, 3:51 pm
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ১২ আগষ্ট সোমবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আবু সাইদ চাঁদ এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। এর আগে, তানোর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) এবং থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে মতবিনিময় করা হয়। এসময় তানোরে শান্তিপূর্ণ সহবস্থান রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত
নেতৃবৃন্দ।#