September 17, 2024, 2:24 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম আলহাজ্ব ফসিয়ার রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সকালে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম ফসিয়ার রহমানের সহধর্মিণী আলহাজ্ব ফাতেমা রহমান। প্রভাষক গোলাম আজম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, সফিয়ার রহমান, রফিকুল ইসলাম, গাজী নুর মোহাম্মাদ, সরদার আব্দুর রাজ্জাক, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, আবু সাবাহ গাজী, নুরুজ্জামান, শিক্ষার্থী শিরিন সুলতানা ও তামান্না সুলতানা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দীন।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।