December 30, 2024, 4:42 pm
খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।।
রংপুরের তারাগঞ্জে নতুন চৌপতি বাস স্ট্যান্ড সহ তারাগঞ্জের ব্যস্ততম রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) তারাগঞ্জের ব্যস্ততম পয়েন্ট গুলোতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন তাঁরা। ঐদিন বেলা ১১টায় তারাগঞ্জের ব্যস্ততম সড়কগুলোতে সরজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।
নতুন চৌপতি বাস স্ট্যান্ড মোড়ে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন দিচ্ছেন হেলমেট পড়ারও তাগিদ । সেখানে ট্রাফিকের দায়িত্ব পালনকারী আলামিন ইসলাম বলেন , ‘আমরা গতকাল সকালে বাসায় ফেরার সময় দেখলাম তারাগঞ্জে কোনো ট্রাফিক পুলিশ নেই। এতে ব্যস্ততম সড়ক গুলিতে যানবাহন চলাচলে একধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। তাই আজকে আমরা কয়েকজন শিক্ষার্থী মিলে রাস্তায় দায়িত্ব নিয়েছি। ট্রাফিক পুলিশ যে দায়িত্বটুকু পালন করে, আমরা সেটুকু পালন করছি।’
সেখানে দায়িত্ব পালন করা আরেক শিক্ষার্থী তূর্য বলেন বলেন, ‘রাস্তায় গাড়ির শৃঙ্খলা ফেরাতে আমরা এখানে দায়িত্ব পালন করছি। এ ছাড়া আমাদের বিকল্প আরেকটি গ্রুপ প্রস্তুত আছে, তারা বেলা ৩টার পর দায়িত্ব গ্রহণ করবে।’ ওই সময় কথা হয় পথচারী লিমন হোসেনের সাথে তিনি বলেন, শিক্ষার্থীরা সত্যিই আগামী ভবিষ্যৎ , ওরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশপ্রেম কাকে বলে।