December 21, 2024, 4:19 pm
শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি : আজ ৯ আগস্ট শুক্রবার কিশোরগঞ্জের ভৈরবে থানা পুড়িয়ে দেয়া অস্ত্র ও মালামাল লুটের পর ভৈরবে শহীদ আইভি রহমান পৌর ষ্টেডিয়াম ভবনে ভৈরব থানার অস্থায়ী কার্যালয়ের উদ্ধোধন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা,জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
আজ শুক্রবার বিকালে থানার উদ্ধোধন করেছেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান । এ সময় সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম,লেফটেন্যান্ট কর্ণেল ফারহানা আফরিন,কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ,পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিন মতিন , উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর,কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলমসহ জনপ্রতিনিধিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা । পরিদর্শন শেষে মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান বলেন, থানাটা পুড়িয়ে দেয়া হয়েছে । থানার কার্যালয় উদ্ধোন করা হয়েছে । পুলিশ মনোবল নিয়ে কাজ করবে । পুলিশ সমাজের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ ।থানা থেকে লুট হওয়া অস্ত্র ছাত্ররা ও জনগন ফেরত দিয়েছে । কিছু অস্ত্র উদ্ধার বাকি আছে সেগুলো ফেরত দিবে আশা করছি । তবে পুলিশ কাজ শুরু করেছে । আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে । সকলের সহযোগিতায় সুন্দও পরিবেশ বজায় থাকবে ।তবে কেউ আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটালে ব্যবস্থা নেয়া হবে । লুট করা মালামাল ফেরত দেয়ার আহবানও করেন তিনি।