July 12, 2025, 9:24 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দীন বরখাস্ত হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইউপি-১ শাখা বাংলাদেশ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব গত ২৪ জুলাই পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে তাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করেন।
বরখাস্ত আদেশের কপি রাজশাহী জেলা প্রশাসক ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এসে পৌছেনে বলেও নিশ্চিত হওয়া গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন ৩ নং পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় দায়েরকৃত জি.আর মামলানং ৯৩/২২ (গোদাগাড়ী) এর অভিযোগপত্র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী কর্তৃক অভিযোগ গঠন করায় রাজশাহী জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন।
ফলে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক উল্লিখিত অভিযোগ গঠন করায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করেন।
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাকড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দীনের সাময়িক বরখাস্তের একটি চিঠি পেয়েছি। নিয়ম অনুযায়ী রাজশাহী জেলা প্রশাসক স্থানীয় সরকার শাখা হতে আমার অফিসে একটি আদেশ আসবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এ ব্যপারে সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাময়িক বরখাস্তের কথা স্বীকার করেন বলে গত ২৪/০৭/২৪ ইং নির্দেশনা পেয়েছি। আমি হাইকোটে রিট করবো, ইনসাল্লাহ আমার পক্ষে রায় পাব। একটি মামলায় আমার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানার এসআই সিরাজ চার্জসীট দেয়ায় এটা হয়েছে। সাথে একটি বিষয়ে তর্কবিতর্ক হওয়ায় তিনি বদলী হওয়ার পূর্বে একাজটি করেছেন।
বরখাস্তকৃত এই চেয়ারম্যান গোদাগাড়ীতে জমি-জায়গা বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চার কৃষক হত্যায় ইন্ধনদাতাসহ বিভিন্ন অপরাধ মূলক কাজে জড়িত থাকায় অভিযোগ উঠে। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে ব্যাপক সংবাদও প্রকাশিত হয়।
মোঃ হায়দার আলী
রাজশাহী।