October 9, 2024, 3:59 pm
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল বডির এক সদস্যকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে।
ঢাবি শিক্ষক ও সহকারী প্রক্টর অধ্যাপক ডা. আব্দুল মুহিতকে পাইপ,বাশঁ ও লাঠি-সোঁটা দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার বিকেলে ঢাবির মেডিকেল সেন্টারের সামনে আন্দোলনকারীদের মারধরের শিকার হন ফার্মাসি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল মুহিত।
পরে তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জানাযায়, দুপুরে ঢাবি ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে থাকা লাঠি-সোঁটা ফেলে শান্তিপূর্ণভাবে হলে ফিরে যাওয়ার কথা বলেন প্রক্টরিয়াল বডির শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীরা সোমবার ছাত্রলীগের হামলার সময় তারা কোথায় ছিলেন বলে প্রশ্ন তোলেন। অভিযোগ উঠেছে- বাগবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীরা ভুয়া ভূয়া বলে অধ্যাপক ডা. আব্দুল মুহিতকে মারধর করেন। এ সময় প্রক্টরিয়াল বডির অন্য সদস্যরা এগিয়ে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়।