July 4, 2025, 12:33 am
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
টুর অপারেটর এসোসিয়েশন অফ বাংলাদেশ (টুয়াব) এবং টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন এর মধ্যে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত টুয়াব হেডকোয়ার্টার্সে। এ সময় উপস্থিত ছিল ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম, ঢাকার রিজিয়ন অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা খাতুন, টুরিস্ট পুলিশ ঢাকা জোন ইনচার্জ রাকিব আহমেদ। তাছাড়া টুয়াবের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ রাফিউজ্জামান প্রেসিডেন্ট টুয়াব,আবুল ফয়সাল এমডি সায়েম ডাইরেক্টর লিগ্যাল অ্যাফেয়ারস,মোঃ নুরুজ্জামান সুমন ডিরেক্টর ফাইন্যান্স সহ টুয়াব এবং টুরিস্ট পুলিশ ঢাকা ডিজিয়নের বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ। এ সময় টুয়াব এবং টুরিস্ট পুলিশ একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পর্যটনের উন্নয়নের স্বার্থে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে উভয়পক্ষ একমত হয়। টুয়াব সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান তার বক্তব্যে বলেন, টুরিস্ট পুলিশ বর্তমানে ট্যুরিজমের উন্নয়নের স্বার্থে ব্যাপক অবদান রেখে চলেছে। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে টুরিস্ট পুলিশের গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়। তিনি বিভিন্ন ক্ষেত্রে টুরিস্ট পুলিশের কর্মকাণ্ডে টুয়াবের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন, টুয়াব বিভিন্নভাবে টুর অপারেটরদের মাধ্যমে জনগণকে সঠিক সেবা প্রদান করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে টুর অপারেটরদের বিভিন্ন সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ, আন্তর্জাতিক এবং দেশে বিভিন্ন মেলায় আয়োজন এবং অংশগ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে। ভবিষ্যতে টুরিস্ট পুলিশের সকল কর্মকান্ডে টুয়াবের সমর্থন এবং অংশগ্রহণ তিনি কামনা করেন।