July 6, 2025, 6:22 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের নমিদানপুর গ্রামে গবাদীপশু পালনকারি ও খামারীদের নিয়ে ল্যাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে সচেতেনতা মূলক উঠান বৈঠক ও ফ্রি ভ্যাটেনারী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
১৬ জুলাই সকালে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিনের তত্বাবধানে এ ক্যাম্পে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অফিসের ভিএস ডা. রিপা রানী, এলইও ডা. আরিফুল ইসলাম প্রমূখ।
ডা. শায়লা শারমিনের সাথে কথা হলে তিনি বলেন, প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ নীতিব্যাক্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে গবাদিপশু পালনকারীদের বিভিন্নভাবে সেবা দেয়া হচ্ছে তারই অংশ হিসেবে উঠান বৈঠক ও ফ্রি ভ্যাটেনারী মেডিকেল ক্যাম্প করা হয়েছে। ল্যাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে সচেতন করা হয়েছে, এ রোগ প্রতিরোধ, চিকিৎসা নিয়েও আলোচনা হয়েছে। এখানে শতাধিক পশুর চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এলাকার প্রত্যন্ত অঞ্চলে গবাদিপশু যেন বৃদ্ধি তার জন্য দূরদুরান্ত থেকে নিয়ে আসা গবাদিপশুর চিকিৎসা সেবা নিশ্চিত করতে পেরেছি। মানুষ গবাদিপশু পালনে আগ্রহী হচ্ছেন। তাই জনগনকে আমরা সঠিক সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করচ্ছি। শিক্ষিত লোকজন গবাদিপশুর খামার করতে এগিয়ে আসছেন। এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। গোদাগাড়ীতে প্রাণিসম্পদে বিপ্লবে ঘটেছে। কিছু দিন আগেও ভারত থেকে গরু মহিষ আসতো এখন গবাদিপশুর ব্যাপক উন্নয়ন হওয়ায় আর গবাদিপশু আনতে হয় না। এবছর কুরবানীর সময় চাহিদা অনুযায়ী খামারীগণ গবাদিপশু রেডি করেছিল । মাংশের চাহিদার বৃদ্ধির সাথে সাথে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এটা সম্ভব হয়েছে গবাদিপশু পালনকারী ও খামারীদের জন্য। একদিন এদের হাত ধরে স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে ইনসাল্লাহ।
মোঃ হায়দার আলী
রাজশাহী।