October 5, 2024, 2:25 am
কে এম সোহেব জুয়েল ঃ বিশেষ প্রতিনিধি। উজিরপুরে বসত ঘড়ের দরজার হুক ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনায় থানায় অভিযোগের প্রস্হতি নিচ্ছেন আলী আজিম কালু হাওলাদারের মেয়ে জামাই সহিদ পালোয়ান।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের মৃত আলী আজিম কালু হাওলাদারের পুত্র রিপন হাওলাদারের বেলায়।
কালু হাওলাদারের মেয়ে জামাই সহিদ পালোয়ান জানায় গতকাল ১০ জুলাই গভীর রাতে খালি বসত ঘড়ের মেইন দরজার হুক ভেঙে স্টিলের আলমিরা খুলে নগদ ১০ হাজার টাকা আটানা ওজনের স্বঅনের চেইন ঘড়ে রাখা একটি এলইডি টিভি ব্যাবরিত কাপর চোপর সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায় চোর চক্রের লোকজন।
এ ব্যাপারে উজিরপুর থানায় অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন কালুর জামাই সহিদ পালোয়ান।