October 5, 2024, 3:28 pm
ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের কে ফুল দিয়ে বরণ করলেন
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ময়মনসিংহ ১৫১ ফুলবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক সরকার এমপি।
রবিবার (৭ জুলাই) বিকাল ৩টায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে ‘উপজেলা পরিষদের মাসিক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মালেক সরকার এমপি।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর সভাপতিত্বে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, বিদায়ী চেয়ারম্যান শরাফ উদ্দিন, পৌর মেয়র গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সংগীতা রানী সাহা, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান,
অনুষ্ঠান সঞ্চালনায় করেন প্রভাষক এম আর মাতীন, পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসিজদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব হাফেজ, মাওলানা, মুফতি, ক্বারী আশরাফুল আলম।
সভায় নব নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তব্য শেষে ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাকিব, মহিলা ভাইস চেয়ারম্যান সংগীতা রানী সাহা।
বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।