October 14, 2024, 8:30 pm
আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন কামারগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক, সুফি কামাল মিন্টু এবং মাসুদ করিম। গত ৪ জুলাই বৃহস্পতিবার তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। গত
৫ জুলাই শুক্রবার যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। আগামি ১০ জুলাই প্রত্যাহার ও ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ইতমধ্যে বিভিন্ন কৌশলে প্রার্থীর কর্মী-সমর্থকেরা প্রচার-প্রচারণা শুরু করেছে। তবে সাধারণ ভোটারদের মাঝে এখানো পচ্ছেন্দের শীর্ষে রয়েছেন পরিক্ষিত নেতৃত্ব ও পরপর দু’বারের সাবেক সফল চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক। কারণ মসলেম উদ্দিনের ১০ বছর দায়িত্বপালন সময়ে তিনি যেমন সবার উপকার করতে পারেননি। তেমনি তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। আর এই বোধদয় সাধারণ ভোটারদের ব্যাপকভাবে নাড়া দিয়েছে। তিনি রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি করে রাজনীতি করেছেন। তার সময়ে গভীর নলকুপ অপারেটর বাণিজ্যে,খাস পুকুর-জমি দখল, অপারেটরদের দৌরাত্ম্য, পুকুর খনন-পুনঃখননে চাঁদাবাজি, সালিশ বাণিজ্যে, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ইত্যাদির কার্ড বানিজ্যে ছিলো না। এছাড়াও মসজিদ-মন্দীর-গীর্জায় অনুদান, টিআর-কাবিটা-কাবিখা ও কর্মসৃজন ইত্যাদি প্রকল্পে কমিশন বাণিজ্যে ছিলো না।
জানা গেছে, বিগত ২০১১ ও ২০১৬ সালে কামারগাঁ ইউপি নির্বাচনে পরপর দু’বার বিপুল ভোটের ব্যবধানে মসলেম উদ্দিন প্রামানিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কর্মী-জনবান্ধব নেতৃত্ব ও জনপ্রিয়তা না থাকলে কেউ ইউপি নির্বাচনে পরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন না। এদিকে বিগত ২০২১ সালের ইউপি নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদন্দীতা করেন।কিন্ত্ত বির্তকিত ফলাফল ঘোষণায় তিনি সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। যদিও তার কর্মী-সমর্থকদের দাবি তিনি ৪ হাজার ২০০ ভোটে বিজয়ী হলেও তাকে পরাজিত করা হয়েছে ।
জানা গেছে, বিগত ২০২১ সালে কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হন ইউপি আওয়ামী লীগ সভাপতি
ফজলে রাব্বি ফরহাদ ।এর পরই কামারগাঁ ইউপিতে রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নস্ট হয়। রাজনৈতিক পরিচয়ের হোমরাচোমরা ও অনুপ্রবেশকারী হঠাৎ আওয়ামী লীগের গভীর নলকুপ দখল, খাস জমি দখল, পুকুর খনন পুনঃখননে চাঁদাবাজি, কৃষকদের জিম্মি করে সেচ চার্জ আদায়ের নামে জুলুম-নির্যাতন নানা কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠে। ইউপির সাধারণ মানুষ মসলেম উদ্দিনের অভাব অনুভব করতে শুরু করে।
এদিকে চলতি বছরের ৩০ এপ্রিল কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদের মৃত্যু হলে চেয়ারম্যান পদ শূণ্য হয়। চেয়ারম্যানের শূণ্য পদ পুরুণের জন্য উপ-নির্বাচন আয়োজন করে নির্বাচন কমিশন।
জানা গেছে, গত জুন মাসের শেষ সপ্তাহে ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গত ৪ জুন বৃহস্পতিবার মনোনয়ন ফরম দাখিলেন শেষ দিন ছিল। গত ৫ জুলাই শুক্রবার যাচাই-বাছাই। আগামী ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১১ জুলাই প্রতীক বরাদ্দ ও ২৭ জুলাই ইভিএমে পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।#