October 9, 2024, 3:46 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলার সকল মসজিদের ইমাম ও খতীবদের অংশগ্রহণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা ইমাম সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। প্রধান অতিথির বক্তব্য রাখের সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. আব্দুল ওহাব। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ,হাসপাতাল জামে মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান, মাওলানা আল মামুন খান, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, মুফতি আখতারুজ্জামান, মাওলানা জোবায়ের, মাওলানা আব্দুল মমিন, মুফতি মোশারফ ও হাফেজ আব্দুল গফুর প্রমুখ। স ালনা করেন হাফেজ মো হাসিবুল ইসলাম।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি