October 5, 2024, 3:52 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
একাধিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ শিববাড়ি মোড় চত্বরে সাধারণ মুসলিম গোষ্ঠী ও সাধারণ ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণী ও সমাপনী কুড়িগ্রামে বাংলাদেশ এক্স ক্যাডেটস এ্যাসোসিয়েশন বেকা-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালকিনিতে ইনডোর শিশু পার্কের উদ্বোধন নলছিটিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মীসভা বৃষ্টি উপেক্ষা করে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ পরিদর্শন করলেন ময়মনসিংহের এসপি- ওসি চারঘাটে পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সম্মেলন নলছিটিতে শ্রমিক লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার- ৩ সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর, যোগদানের ১৫ দিনের মাথায় ওসি প্রত্যাহার
তারাকান্দায় ওসির সহায়তায় ছোট্ট শিশু ফিরল আপন ঠিকানায়

তারাকান্দায় ওসির সহায়তায় ছোট্ট শিশু ফিরল আপন ঠিকানায়

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলীর সহয়তায় নিখোঁজ ১১ বছরের ছোট্ট শিশু শাকিল ফিরেছে আপন ঠিকানায়। নিখোঁজ শিশু পুত্রকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা শাকিলের বাবা-মাসহ তার পরিবার। শাকিল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর কাওয়াকড়ি এলাকার
মোশারফ হোসেন এর পুত্র।

মঙ্গলবার (২রা জুলাই) সন্ধ্যার পূর্বে তারাকান্দা থানা পুলিশের হেফাজতে থাকা শিশু শাকিলের পরিচয় নিশ্চিত হয়ে ওসি ওয়াজেদ আলী তাকে তার বাবার কাছে তুলে দেন।

শাকিলের বাবা মোশারফ হোসেন বলেন, সোমবার কাজ শেষে বাসায় ফিরে জানতে পারি শাকিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর অনেক স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে আমরা বেশ দুশ্চিন্তায় ছিলাম। আজ মঙ্গলবার জানতে পারি শাকিল তারাকান্দা থানার ওসির তত্ত্বাবধানে রয়েছে। এরপর ছুটে আসি তারাকান্দা থানায়।

শাকিল জানায়, মাদ্রাসার উদ্দ্যেশে শেরপুর থেকে আসতে গাড়ীতে উঠলে সে চিনতে না পেরে তারাকান্দায় চলে আসে। এরপর সেখানে সে কান্না করতে থাকলে স্থানীয় লোকজন তারাকান্দা থানায় খবর দেন। খবর পেয়ে থানার ওসি ওয়াজেদ আলী শিশু শাকিলকে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে থানায় নিয়ে আসে। ওসি ওয়াজেদ আলী শিশুর সাথে কথা বলে জানতে পারেন তাদের বাসা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর কাওয়াকড়ি এলাকায়।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন,শিশু শাকিলকে তার ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় পাঠানোর ফলে সে মাদ্রাসা থেকে গতকাল পালিয়ে শেরপুর থেকে বিভিন্ন ভাবে চলে আসে তারাকান্দা থানার বিসকা ইউনিয়নের একটি গ্রামে। পুরো ঠিকানা বলতে না পারায় এলাকার লোকজন থানায় পৌছে দেয়।তিনি বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করে আংশিক তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইলে কল দিয়ে খোজ খবর নিয়ে সন্ধ্যার পুর্বে তার পিতার কাছে বুঝিয়ে দেওয়া হলো। ওসি মনে করেন-ছোট শিশুদের কে বাবা মা মাদ্রাসায় বা কোন প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েই নিশ্চিন্ত হয়ে যায়। বাচ্চাদের মান-অভিমান, জেদ ইত্যাদি বাবা-মা যেভাবে অনুভব করে সেইভাবে অন্য কেউ পারবে না। তাই আগে সন্তানের মনোভাব বুঝে, তার আবেগ অনুভূতি বুঝেই শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া উচিত বলে জানান ওসি। তিনি আরো বলেন-আগে তো জীবন পরে শিক্ষা। তবে
পরিচয় নিশ্চিত হয়ে এবং আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার বাবার হাতে তুলে দিতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান ওসি ওয়াজেদ আলী।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD