December 30, 2024, 5:24 pm
আজিজুল ইসলাম : যশোরের শার্শার জামতলায় পাট বোঝাই ট্রাকের ধাক্কায় আল আমিন (২৪) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে।
বুধবার(১৯ জুন) বিকাল ৪ টার দিকে যশোর – সাতক্ষীরা মহাসড়কে জামতলা মবিল ফ্যাক্টরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক আলআমিন শার্শা উপজেলার পশ্চিম কোটা (দক্ষিণ পাড়া) গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলআমিন অটোভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারে আসছিলো। সে জামতলা মবিল ফ্যাক্টরী এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি পাট বোঝাই ট্রাক ( যশোর-ট ১১-০২৭৯) তার ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
নাভারন হাইওয়ে থানার এস আই মফিজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও তার চালককেঙ আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।