October 9, 2024, 2:05 pm
কেএম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে ২০২২- ২৩ এর শিক্ষা বর্ষের দাখিল মাদ্রাসার এসএসসি কৃতকার্য এক অসহায় দিনমজুর পরিবারের কন্যা- ১৪ ধর্ষনের পরে অবশেষে ৫ জুন ২০২৪ ইং পুত্র সন্তানের মা হয়েছেন বলে একাধিক সুত্রে জানাগেছে।
এ ঘটনায় বরিশাল বিজ্ঞ নারী ও শিশু অপরাধ দমন ট্রাইবুনালে ধর্ষক জুয়েলকে আসামী করে তার চাচা ছাত্তার মাতুব্বর বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে। ১৯ জুন বুধবার ধর্ষিতা অভিযোগ করে বলেন, একই গ্রামের প্রভাবশালি মোহন খানের বিবাহিত পুত্র জুয়েল খান ২৭, আনুমানিক ১০ মাস পূর্বে ধর্ষিতাকে তার বাড়ির পাশে কোন এক সন্ধ্যায় ডিপটিউবলের পানি আনতে গেলে পিছন থেকে এসে তাহার মুখ চেপে ধরে একই গ্রামের চরআলগির জালাল চৌকিদারের বসত ঘরে নিয়ে ধর্ষিতার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষন করেন ধর্ষক জুয়েল ।
ধর্ষিতা বলেন আমি আমার ইজ্জত রক্ষার্থে কাউকে না জানিয়ে ধর্ষনের ঘটনাটি সম্পুর্ন গোপন রাখতে গিয়ে এক পর্যায় অন্তঃসত্ত্বা হয়ে শারিরীক অসুস্থ হয়ে পরি।
কোন উপায়ান্ত না পেয়ে অবশেষে আমার পরিবারে লোকজনের কাছে বলিলে তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা নিরিক্ষার শেষে ডাক্তার আমাকে অন্ত সত্তা বলে জানান।
এ খবর এলাকায় ছরিয়ে পরলে স্হানিয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃস্টি হলে ধর্ষক জুয়েল এলাকা ছেড়ে অন্যত্র সু- কৌশলে পালিয়ে যায়।
এ বিষয় ধর্ষিতার চাচি খাদিজা বেগম, স্হানীয় জামাল খান ও সবুজ খান সহ স্হানীয় একাধিক লোকজন এই ন্যাককার জনক ঘটনায় ধর্কক জুয়েলকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন এবং নবজাতক পুত্র সন্তানের পিতৃত্বের পরিচয় ফিরে দিতে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সর্বমহলে সহোযোগিতা কামনা করেন।
এ ঘটনাটি ধামাচাপা দিতে তার (জুয়েল) আপন চাচা বাবু খান সহ এলাকার কতিপয় প্রভাবশালী মহলের লোকজন মরিয়া উঠছেন বলে এলাকা শুত্রে জানাগেছে। অবশেষে ৫ জুন বৃহস্পতিবার অসহায় নাড়ির পুত্র সন্তান গর্ভপাত হয়। এ বিষয় এলাকার সচেতন মহল, প্রশাসনের সর্বমহলে ওই ঘৃনিত ও ন্যাককার জনক ঘটনার জন্য ধর্ষক জুয়েলকে অতিসত্বর আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি সহ নবজাতক পুত্র সন্তানের পরিচয় ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।