August 31, 2025, 1:07 am
প্রেস বিজ্ঞপ্তি
রংপুর মহানগরীতে ০৬টি অবৈধ প্রতিষ্ঠানে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা এবং নিম্নমানের আইসললি উৎপাদনের দায়ে ০১টি প্রতিষ্ঠান সীলগালা।
অদ্য ১৩.০৬.২০২৪ খ্রিস্টাব্দে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে- (১) মেসার্স সুবাহ ট্রেড কর্পোরেশন (আজওয়া বেকারী), কলেজ রোড, মাহিগঞ্জ, মহানগর, রংপুর; পণ্য- বিস্কুট, ব্রেড, কেক, চানাচুর (২) মেসার্স এ্যানি টাইম ফুড প্রোডাক্টস, মাহিগঞ্জ, খোর্দ্দা রংপুর, আমতলা, রংপুর; পণ্য- বিস্কুট, ব্রেড, কেক (৩) মেসার্স গাজী ফুড এন্ড কনফেকশনারী, ছোট রংপুর, মাহিগঞ্জ, সদর, রংপুর; পণ্য- বিস্কুট, ব্রেড, কেক (৪) মেসার্স ফুলকলি বেকারী ও আলাউদ্দিন লাচ্ছা সেমাই, ডিমলা, কানুন গোটলা, মহানগর, রংপুর; পণ্য- বিস্কুট, ব্রেড, কেক, লাচ্ছা সেমাই (৫) মেসার্স মুবিন আইসক্রিম ফ্যাক্টরী, তাজহাট, মোল্লাপাড়া, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রিম (৬) মেসার্স মিতু আইসক্রীম ফ্যাক্টরী, তাজহাট, ডিমলা, মাহিগঞ্জ, রংপুর; পণ্য- আইসক্রিম ও আইসবার।
প্রতিটি প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে এবং নিয়িমিত মামলা প্রদানের জন্য আলামত জব্দ করা হয়েছে। মেসার্স মিতু আইসক্রীম ফ্যাক্টরী, তাজহাট, ডিমলা, মাহিগঞ্জ, রংপুর প্রতিষ্ঠানটি স্যাকারিন, নিম্নমানের রং ও পানি ব্যবহার করে বিএসটিআই’র অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে আইসললি উৎপাদন, বিক্রয়-বিতরণের দায়ে উৎপাদনস্থল সীলগালা করা হয়।
উক্ত অভিযানটিতে উপস্থিত ছিলেন প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌঃ মোঃ তাওহীদ আল আমিন, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।