October 5, 2024, 3:07 am
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড্, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৫৭ জন রোগীর মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২৮ লক্ষ ৫০ হাজার টাকার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যাক্তির হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।
একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
এসময় উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার আরো অনেকে উপস্থিত ছিলেন। সুবিধাভোগীরা বলেন, এই টাকা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। এই টাকা চিকিৎসার পেছনে ব্যয় করতে পারব। এই সহায়তা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।