December 27, 2024, 12:27 am
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ও বুধবার ( ১১ ও ১২ই জুন) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স আগারগাঁও ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ এর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ৮ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ৬৪ জেলা থেকে তিন ক্যাটাগরিতে (জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপ) ক্ষুদে বিজ্ঞানীরা আংশগ্রহন করবে ।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে স্থানীয় বিজ্ঞানমনস্ক তরুণদের ক্লাব সাইন্স সোসাইটি বেতাগী বিশেষ গ্রুপে উপজেলা ও জেলা পর্যায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
সাইন্স সোসাইটি বেতাগীর হয়ে জাতীয় পর্যায় আংশগ্রহন করবে সংগঠনের আহ্বায়ক মোঃ রাব্বি (২০), সদস্য সচিব মোঃ খাইরুল ইসলাম মুন্না (১৯),সদস্য মোঃ সিফাত (১৮)।
ক্ষুদে বিজ্ঞানী মোঃ রাব্বি ও মোঃ খাইরুল ইসলাম মুন্না তাদের উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে বলেন, স্মার্ট হাইওয়ে এন্ড কার ট্রাকিং ডিভাইস, হাইড্রোলিক পদ্ধতিতে হাইওয়ে আপ ডাউন করে জ্যাম নিরষন ও গাড়ি রং ও নাম্বার প্লেট স্কানিং করে বৈধতা নির্নয় এবং শেখ রাসেল তাপ ও বিদ্যুৎ কেন্দ্র, তাপ শক্তি ব্যবহার করে ৫ মেগা ওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন করা হয়।
সাইন্স সোসাইটি বরগুনার সভাপতি আকিল আহমেদ জানান, আমাদের সংগঠন এর হয়ে জাতীয় পর্যায় প্রতিযোগীতা করছে বেতাগী শাখা। আমরা আনন্দিত এবং তাদের সফলতা কামনা করছি। এভাবেই এগিয়ে যাবে বিজ্ঞান এবং তৈরি করবে বিজ্ঞানমনস্ক তরুণ।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, এভাবেই বিজ্ঞান চর্চায় এগিয়ে থাকবে বেতাগী।আমাদের পক্ষ থেকে আর্থিকভাবে সার্বিক সহযোগিতা করেছি। আমরা সব সময় এর সাথে আছি।
বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, তারা জাতীয় পর্যায়ে গিয়েছে এটা আমাদের জন্য গৌরবের। ভালো ফলাফল নিয়ে আমাদের মাঝে আসবে এই প্রত্যাশা করছি এবং বরগুনা জেলাকে এগিয়ে নিয়ে যাবে এটা আশা করছি। আমাদের পক্ষে থেকে সার্বিক সহযোগী অব্যাহত থাকবে।