December 22, 2024, 5:58 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে আউশ ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের প্রদর্শনী ব্লকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কঞ্চিবাড়ি ব্লকে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, উপ-সহকারী( উদ্ভিদ সংরক্ষণ) কর্মকর্তা সাদেক হোসেন, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমাংশু কুমার মিলন, ইউপি সদস্য তাজুল ইসলাম, কৃষক সাদা মিয়া, মধ্যে মোখলেছুর রহমান, মিজানুর রহমান, খোরশেদ আলম, মাহফুজার রহমান, মঞ্জুরুল হক, মমিনুল ইসলাম প্রমূখ।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবিরের সাথে কথা হলে তিনি জানান, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন করলে অনেক সুবিধা রয়েছে। যেমন দিনমজুর সংকট থেকে কৃষক রক্ষা পায়, সময় ও অর্থের সাশ্রয় হয়। ধানের লাইন সোজা হয়। সব মিলে এই যন্ত্রের মাধ্যমে কৃষক মোটামুটি ভাবে সুবিধা পেয়ে থাকে। এতে এক বিঘা জমিতে ধান রোপন করতে আধা ঘন্টারও সময় কম লাগে। এই যন্ত্রটি কোন কৃষক কিনতে চাইলে সরকার তাকে অর্ধেক ভর্তুকি দেবে। এটি বর্তমানে বিভিন্ন ইউনিয়নের গ্রুপভিত্তিক কৃষকদের মাঝে সরকার বিনামূল্যে বিতরণ করেছেন। ইচ্ছে করলে যে কোন কৃষক এটি ব্যক্তিগতভাবেও কিনতে পারবেন।
উল্লেখ্য-২০২৪-২৫ মৌসূমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় ব্রি-ধান ৯৮ জাতের ধান উক্ত ব্লকের ৪৮ জন কৃষকের ৬০ বিঘা জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে।