October 5, 2024, 3:02 am
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ আইন সেল, স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদের স ালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো.আব্দুল ওহাব। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডাঃ মোহাম্মদ রুহুল আমীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন,উপজেলা শিক্ষা অফিসার কাজী আবুল কালাম আজাদ,তাতিবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সবুজ প্রমুখ। সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি