December 22, 2024, 6:12 am
আজিজুল ইসলাম : যশোরের শার্শার জামতলা বাজারে আগুন লেগে তিনটি দোকান ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক সাড়ে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানিয়েছেন ।ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জামতলা বাজারে সোহাগের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে। এতে ৩ টি দোকান পুড়ে একেবারে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান,আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসে ফোন করা হয়। তখন তাদের ফোন বন্ধ দেখায়। এরপর তারা ৯৯৯ তে খবর দেয়। ফায়ার সার্ভিস আসার আগেই মসজিদের মুসল্লীরা আগুন নেভাতে চেষ্টা করেন। পরে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে অনেক দেরি করায় দোকানে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। এবং দোকানগুলো সম্পুর্ণ পুড়ে যায়। তারা জানান আগুনের তীব্রতা এতো বেশী ছিলো যে সাধারণ মানুষের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন ছিলো।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন বিদ্যুৎের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।