December 21, 2024, 4:51 pm
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
নির্বাচন আসলেই মানুষের মাঝে নানা কৌতুহল শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা। প্রতি নির্বাচনেই ভোটারের মধ্যে বড় একটি অংশ থাকে তরুণ।সামনে উপজেলা নির্বাচনে তরুণরা কি ভাবছে। এ নিয়ে বেতাগী সরকারি কলেজ মিলনায়তনে বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থী ও যুব ফোরামের শতাধিক তরুণের চোখে কেমন উপজেলা নির্বাচন চায় তাদের প্রত্যাশা উঠে এসেছে।
বৃহস্পতিবার (১৬মে) সকাল ১০ ঘটিকায় রুপান্তর-আস্থা সহযোগীতায় যুব ফোরাম বেতাগী উপজেলা আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম মুন্না’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী।
এসময় উপস্থিত ছিলেন যুব ফোরাম বেতাগী উপজেলার সদস্য মোঃ সুমন মিয়া, মোঃ আরিফুল ইসলাম মান্না, মোঃ মাঈনুল ইসলাম তন্ময়, মোঃ সৌরভ জোমাদ্দার, মোঃ তৌহিদ হোসেন, সাইফুল ইসলাম রিয়াজ প্রমুখ।
এ তরুণরা চায় অহিংস, নিরপেক্ষ, সুষ্ঠু পরিবেশ, তরুণদের অংশগ্রহণ, দুর্নীতি মুক্ত, নির্দলীয় স্থানীয় সরকার, দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ পরিবেশ রক্ষায় যারা কাজ করবে এমন মানুষদের অংশগ্রহণে নির্বাচন দেখতে চান।
এছাড়াও জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করার দাবি করেন।