December 21, 2024, 5:06 pm
কুমিল্লা নগরীর হোটেল নুরজাহানে ১৩ মে ২০২৪ সোমবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা কমিটির সভাপতি মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম তরুণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় কমিটির সভাপতি মোঃ হারিসুর রহমান, বিভাগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল ভুঁইয়া সজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ এন সি জুয়েল, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল রানা মজুমদার, কোষাধ্যক্ষ সাংবাদিক নারায়ণ চন্দ্র কুন্ড,জেলা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় জেলা কমিটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা কমিটির মতবিনিময় হয়।এসময় কেন্দ্রীয় মহাসচিব কামরুল ইসলাম সংগঠন কে শক্তি শালী করার লক্ষে বিভিন্ন পরামর্শ বক্তব্য দেন।