December 22, 2024, 5:58 am
হেলাল শেখঃ ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়া থানাধীন গাজিরচট এলাকা থেকে এক নারী মাদক ব্যবসায়ী ৪কেজি গাঁজাসহ গ্রেফতার করেছেন।
সোমবার (১৩ মে ২০২৪ইং) দুপুরে ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জনাব হাবীব খান, পিপিএম সেবা মহোদয়ের সরাসরি তত্বাবধানে জনাব রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) অফিসার ইনচার্জ (ওসি) ডিবি উত্তরের নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম, এসআই মাজহারুল ইসলামের একটি বিশেষ টিম আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আক্তার হোসেন মিন্টু ওরফে মোকসেদ এর স্ত্রী আসামী ১। মোছাঃ পারভীন বেগম (৪৪)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত পারভীন বেগম নওগাঁ জেলার পত্নীতলা থানার মল্লিকপুরের মৃত আলাল মিয়ার মেয়ে। এই মাদক ব্যবসায়ী নারী ঢাকা জেলার আশুলিয়া থানাধীন গাজিরচট উত্তরপাড়া আমবাগান কবরস্থান, আলিয়া মাদ্রাসা এলাকায় ভাড়া থেকে মাদক ব্যবসা করতো বলে ডিবি পুলিশের কাছে সে স্বীকার করেছে। তাকে গতকাল সন্ধার দিকে গাজিরচট এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানায়, এই নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবদ দেশের বিভিন্ন এলাকা হইতে গাঁজাসহ মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল আশুলিয়ার গাজিরচটসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।
উক্ত মাদক ব্যবসায়ী আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। তিনি বলেন, আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, অপরাধী সে যেইহোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।