October 13, 2024, 5:02 pm
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে প্রচন্ড তাবদাহে দুইজন হিট স্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলেন মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল কুদ্দুস বিশ^াস ও শৈলকুপার ব্রহ্মপুর মধ্যপাড়ার জাহাঙ্গীর হোসেন। গ্রামবাসি সুত্রে জানা গেছে, ব্রহ্মপুর মধ্যপাড়ার জাহাঙ্গীর হোসেন রাতে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার পথে মারা যান। অন্যদিকে মহেশপুরের সুন্দরপুর গ্রামের কুদ্দুস বিশ্বাস মঙ্গলবার দুপুরে মাঠে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ জানান, হিট স্ট্রোকে মৃত্যুর খবর তাদের জানা নেই। তবে যে গরম আর তাপপ্রবাহ চলমান তাতে যে কেউ অসুস্থ হতেই পারে।
আতিকুর রহমান
ঝিনাইদহ