August 31, 2025, 1:17 pm
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
ডিসেম্বর ২০২২ হতে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম-সেবা)।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে প্যারেডে সালাম নেওয়ার পর নিজ হাতে কর্মকর্তাদের পদক পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগেও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপি এম-সেবা) পেয়েছেন।
দিনাজপুরের এসপি ইফতেখার আহমেদ বলেন, ‘পদক পাব শুনে অনেক ভালো লাগছে। এটা আমার কর্মের স্বীকৃতি। এ জন্য আমি অনুপ্রাণিত, উৎসাহিত। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব, মাননীয় আইজিপি সিনিয়র কর্মকর্তাসহ যারা আমাকে বিবেচনা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।’
তিনি বলেন, ‘দায়িত্ব থেকে কখনো বিন্দুমাত্র বিচ্যুত হইনি। সবসময় আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছি।অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্ব পালনে অবিচল থাকব।’
জাকিরুল ইসলাম জাকির
দিনাজপুর প্রতিনিধি।