August 31, 2025, 12:47 am
এস মিজান,
বিশেষ প্রতিনিধি॥ বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক কিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক। তিনি ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউআরসির ইন্সট্যাক্টর মো. জাহাঙ্গির হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা হোসনেআরা বানু, বানারীপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এস.মিজানুল ইসলাম,
আওয়ামী লীগ নেতা রাশেদুল হাসান মিলন মুন্সী ও সৈয়দ জাফর আলী, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, সহ-সভাপতি কাওসার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর ফিরোজ আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারী বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।