July 6, 2025, 6:29 am
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র বগুড়া শাজাহানপুর উপজেলা শাখা কমিটি গঠনের লক্ষে শুক্রবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, কেন্দ্রীয় আরজেএফ’র যুগ্ম মহাসচিব রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক এবং বগুড়া জেলা শাখার সভাপতি শাহ্ মেহেদী হাসান লিটন। আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আরজেএফ’র সহ-সাংস্কৃতিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় আরজেএফ’র নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা শাখার সাহিত্য ও শিক্ষা সম্পাদক ও শাজাহানপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ গোলাম আযম শামীম, শাজাহানপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সানোয়ার হোসেন,আরজেএফ’র সাধারণ পরিষদ সদস্য মোঃ মহসিন আলী, সাধারণ পরিষদ সদস্য ও সদস্য সচিব শাজাহানপুর উপজেলা শাখা বগুড়া মো: শিবলু রহমান। আব্দুল কাইয়ুম, মোঃ গোলাম আযম,পাশা, মহিউদ্দিন, তৌফিক এলাহী আহমেদ, নাহিদ,সুজন, সোহেল রানা,ও মিজানুর রহমান মিলন । সভায় আগামী ১৬ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা সিদ্ধান্ত গৃহীত হয় ।