April 27, 2025, 10:46 pm
মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে প্রেমিক সোলায়মানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। পরে স্কুলছাত্রীর বাবা প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে মেয়েকে অনশনে দিয়ে আসনে। অনশনের পর থেকেই কলেজছাত্র সোলায়মান আত্মগোপনে।
গত বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) রাত থেকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার প্রেমিক সোলায়মানের বাড়িতে অনশনে দিয়ে আসেন ওই স্কুলছাত্রীর বাবা। এরপর থেকে শুক্রবার পর্যন্ত অনশন করেন স্কুলছাত্রী। প্রেমিক সোলায়মান তাঁতিপাড়া এলাকার হাবিব মুন্সীর ছেলে ও তালতলী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী একই এলাকার বাসিন্দা।
বিয়ের দাবিতে অনশনে থাকা স্কুলছাত্রী বলেন, ছয় মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। গতকাল রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘর থেকে বের করে এনে শারীরিক সম্পর্ক করেন ওই কলেজছাত্র। এখন বিয়ে করতে অস্বীকার করছেন তিনি। বিয়ের কথা বললে নানা টালবাহানা করছে সোলায়মানসহ তার পরিবার। পরে আমার বাবা আমাকে বিয়ের জন্য এই বাড়িতে দিয়ে যায় আমাকে। আমি সোলায়মানকে বিয়ের জন্য গতকাল রাত থেকে অনশনে বসেছি। আমাকে বিয়ে না করলে এই বাড়িতেই অবস্থান করব। এঘটনার পর থেকে প্রেমিক সোলায়মান বাড়ি থেকে পালিয়েছেন।
অনশনে থাকা স্কুলছাত্রীর বাবা বলেন, মেয়েকে সোলামানের সাথে বিয়ের জন্য তাদের বাড়ি দিয়ে এসেছি। আমার মেয়েকে বিয়ে না করলে আমি থানায় যাব। এঘটনার সঠিক বিচার চাই।
এ বিষয়ে প্রেমিক সোলায়মানের পরিবারের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তালতলী থানার পরিদর্শক (তদন্ত) রণজিৎ কুমার সরকার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।
মংচিন থান
তালতলী প্রতিনিধি ।