February 15, 2025, 7:23 am
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ জাতীয় সংসদের সরকারি হিসাব সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি কে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকালে সংসদ সদস্যের মিল-চাতালে এ গণ সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তৃতা করেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, রানীশংকৈল উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু তাহের, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, সাবেক ছাত্র নেতা শামসু হাবিব বিদ্যুৎ, উপজেলা জাতীয় পর্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, পৌর কাউন্সিলর কামরুজ্জামান, উপজেলা ছাত্র সমাজ সভাপতি আশরাফুল ইসলাম প্রমূখু।
এন এন রানা
পীরগঞ্জ, ঠাকুরগাঁও