March 25, 2025, 11:00 pm
নলছিটি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
আসন্ন নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট এমআর খান কামাল মোটরসাইকেল যোগে শোভাযাত্রা করে উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রচারনা শুরু করেছেন। শুক্রবার বিকেলে(৯ ফেব্রুয়ারী) দেড় শতাধিক মোটরসাইকেল যোগে চার শতাধিক নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেয়।
নাহনমহল ইউনিয়নের নাচনমহল বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের সড়ক প্রদিক্ষন শেষে পূনরায় নাচনমহল গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করেন।
অংশ নেয়া নেতাকর্মীরা বলেন,আমাদের কামাল ভাই অত্যন্ত নিরহংকারী মানুষ। তিনি সবাইকে সম্মান করেন। তাই আমরা নলছিটি উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চাই।
অ্যাডভোকেট এম আলম খান কামাল বলেন,আমি আমার প্রানপ্রিয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমুর আর্শিবাদ ও আপনাদের দোয়া নিয়ে বিজয়ী হওয়ার জন্য ভোটের মাঠে নেমেছি। আশাকরি আপনারা আপনাদের মূল্যবান ভোটটি আমাকে প্রদান করে খেদমত করার সুযোগ দিবেন।