July 6, 2025, 5:53 am
আরিফ রববানীঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শিক্ষা নগরী কাঁঠাল ইউনিয়নের কালির বাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত প্রতিযোগিতানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তার বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড,দেশের উন্নয়নে শিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নাই। তাই প্রতিটি পরিবারে শিক্ষার হার বৃদ্ধি করতে দেশরত্ন শেখ হাসিনা বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন। সমাজের প্রতিটি পরিবারকে “শিক্ষিত করার মাধ্যমে, উন্নয়নের পথ অব্যাহত রাখার আহবান জানান। তিনি আরও বলেন, পরিবারের একতাই পরিবারের উন্নয়নের মূল শক্তি। সুশিক্ষার ফল খুবই মিষ্ট হয়। তাই শিক্ষাঙ্গন সহ সর্বক্ষেত্রেই উন্নয়নের জন্য একাত্মতা পোষন করতে হবে। শিক্ষা গ্রহনের অবসরে তিনি সকল শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে তাদের কে তিনি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি। এসময় কালির বাজার স্কুল এন্ড কলেজকে এমপিও ভুক্ত করণ,মাঠের উন্নয়নসহ সার্বিক উন্নয়নে বিভিন্ন সহযোগীতা বরাদ্ধের আশ্বাস দেন আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন
এর আগে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ফজলে রাব্বির সভাপতিত্বে প্রতিযোগীতানুষ্ঠানে অতিথিবৃন্দের আগমনে সম্মাননা ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ আতিকুল ইসলাম।
কালীর বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন মল্লিক, প্রভাষক মোখলেছুর রহমান, স্থানীয় সমাজ সেবক রাশেদুল ইসলাম ছোট্টর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ,উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ আহসান হাবীব বাবু, আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল নয়ন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন তরফদার,সাবেক ছাত্রনেতা মাহবুবুল আলম পারভেজ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল হোসেন রকি,সহ সভাপতি ওমর ফারুক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কামরুল হাসান নয়ন, জাতীয় শ্রমিক লীগ ত্রিশাল উপজেলার আহবায়ক সোয়েল মাহমুদ সুমন,সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সুমন,কাঁঠাল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ এর আহবায়ক ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির আগমনে তাকে শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ সহ শত শত ছাত্রছাত্রী ফুলেল শুভেচ্ছা জানান।