August 31, 2025, 6:22 am
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল বুধবার পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এর এ অনুষ্ঠানের আয়োজন করেন।
আলোচনা সভায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্ত রায় প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক , সাংবাদিক ও অভিভাবকগণ ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরে বিদ্যালয়ের চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এন এন রানা
পীরগঞ্জ, ঠাকুরগাঁও