August 31, 2025, 9:57 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৬০ বোতল ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেলসহ ৪জন কে গ্রেফতার করেন। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম,এর নেতৃত্বে এসআই নিজাম-উদ-দৌলা, এএসআই আঃ বারী সরকার, ও সঙ্গীয় ফোর্স সহ গত(৫ই ফেব্রুয়ারী)২০২৪ ইং সোমবার সন্ধার দিগে বিশেষ অভিযান চালিয়ে কালীগঞ্জ থানাধীন ০৮ নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ স্থানীয় মিলন বাজারে অবস্থিত জনৈক খিজির উদ্দিনের ছ মেইলের সামনে কাকিনা হইতে রংপুর গামী পাকা রাস্তার উপর হইতে পরিতোশ চন্দ্র রায়(২২), মজনু মিয়া(২০), শাফিউল মিয়া(২১),এবং সুমন চন্দ্র দাস(২১), ৬০বোতল ফেন্সিডিল, দুটি মোটর সাইকেল সহ ৪জন মাদকব্যবসায়ী গ্রেফতার করেন ডিবি পুলিশ। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।ডিবি অফিসার ইনচার্জ ওসি আমিরুল ইসলাম জানান কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ থানাধীন ০৮ নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজাস্থ স্থানীয় মিলন বাজার হইতে ৬০বোতল ফেন্সিডিল, দুটি মোটরসাইকেল সহ ০৪ জন মাদকব্যবসায়ী কে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
হাসমত উল্লাহ ।