August 31, 2025, 6:22 am
ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করে বিভিন্ন ইউনিয়ন ঘুরে বেড়াচ্ছেন উপজেলা পরিষদের বিপুল ভোটে দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ৯০এর স্বৈরাচারী আন্দোলনে রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা বর্তমান জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু।
তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ও গ্রামের সাধারন মানুষের দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনা করে মতবিনিময় করে যাচ্ছেন । পাশাপাশি তাঁর সমর্থিত নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গঞ্জে বিভিন্ন পেশাজীবি জনসাধারনের সাথে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিজয় নিশ্চিত করণে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায়য় তিনি সোমবার (৬ফেব্রুয়ারী) রাতে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুরসহ বিভিন্ন এলাজায় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, সর্বশ্রেনী পেশার মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নারীর অধিকার-মর্যাদা রক্ষায় সর্বধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বিভিন্ন জনবহুল পয়েন্টে গনসংযোগ কালে উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রায় সামিল হতে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তার সাথে উপজেলা আওয়ামীলীগের আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গনসংযোগ ও মতবিনিময় করে যাচ্ছেন।
পিন্টু আরো বলেন-গত দুটি উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোট দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন ভালুকার জনগণ। আমি তাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। তবে ভাইস চেয়ারম্যান হিসেবে বিশেষ কোন কাজ করার সুযোগ বিধি মোতাবেক নেই বলে আমি তেমন কিছু করতে পারিনি। তার পর ও চেষ্টা করেছি। ভালুকার সকল শ্রেণী পেশার মানুষের পাশে থেকে সুখে দুখে বিপদে আপদে ছিলাম। ঘুষ, দুর্নীতি, মাদক, সহ সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি।
অতীতে ও পাশে ছিলাম আগামীতেও আরো জোরালো ভাবে থাকতে চাই বলে এবার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি।
তিনি আরো বলেন, আমি আগামী আগামী পরিষদ নির্বাচনে দলীয় সনর্থন প্রত্যাশা করছি। দল সমর্থন দিলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে, জনসেবা আর উন্নয়নের বাইরে আমার কোনো চিন্তা নেই। কোন লাভের লোভেই আমাকে স্পর্শ করতে পারবে না। আমি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে জনসাধারণের সমস্যাগুলো স্থানীয়ভাবে সমাধান করতে চেষ্টা করব।
উল্ল্যেখ-রফিকুল ইসলাম পিন্টু শিক্ষাজীবন থেকেই শিক্ষা,শান্তি, প্রগতি এই স্লোগানের পতাকাবাহি প্রধান সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শাখায় উপজেলা শহরের রাজপথ থেকে শুরু হয় তার ছাত্ররাজনীতির পথচলা।
ছাত্রজীবনে ১৯৯০ সালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক,
১৯৯১ সালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক,১৯৯৪ সালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক,১৯৯৮সালে যুগ্ম আহবায়ক, ২০১৫ সালে উপজেলা যুবলীগের আহবায়ক ও ২০১৬ সালে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক পদে মনোনীত হয়ে অধ্যাবদি পর্যন্ত দায়িত্বে আছেন। রাজনীতিতে তিনি একজন জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা হওয়ায় ভালুকা উপজেলার সর্বস্তরের জনতার আহবানে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করে পর-পর দুই বার ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্বে আছেন।