July 3, 2025, 11:28 pm
প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ভেজাল প্রতিরোধ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে রংপুর বিএসটিআইয়ের উদ্যোগে বাজার হতে পরীক্ষণের জন্য ৭২টি পণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা সাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ, ভেজাল প্রতিরোধ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকল্পে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের আওতাধীন ৮ টি জেলার প্রান্তিক পর্যায়ের বিভিন্ন বাজার থেকে রমজান মাসে বহুলভাবে ব্যবহৃত ২৪ ধরনের পন্যের ৭২ টি নমুনার গুণগত মান যাচাইয়ের জন্য সংগ্রহ করা হয়েছে। পন্যগুলো হচ্ছে মুড়ি, ডেক্সট্রোজ মনোহাইড্রেট, লাচ্ছাসেমাই, ভার্মিসিলি (চিকন সেমাই), হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া, জিরার গুড়া, কারী পাউডার, সফট ড্রিংকস পাউডার, ফ্রুট সিরাপ, ভিনেগার, লবণ, চিনি, সস্, ব্রেড, বিস্কুট, কেক, চানাচুর, দই, ঘি, সরিষার তেল, সয়াবিন তেল, আটা, ময়দা, সুজি। বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকাসহ সকল বিভাগীয় ও জেলা অফিস থেকে প্রাপ্ত ফলাফল সমন্বয় করে পরবর্তীতে শিল্প মন্ত্রণালয় থেকে প্রকাশিত হবে।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।