July 6, 2025, 5:32 am
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের প্রতিটি বাজার,মোড়,জনবহুল পয়েন্টকে সি সি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইউনিয়নের নাগরিকদের নিরাপত্ত্বায় মাদক,চুর,ডাকাত নিয়ন্ত্রণের লক্ষে অপরাধ প্রতিরোধের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান এর মেধাবী পরিকল্পনায় ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ সিসি ক্যামেরা আওতায় এনে শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান এমদাদুল হক আরমান।
অপরাধ প্রতিরোধের জন্য অষ্টধার ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড় ইউনিয়ন পরিষদ ও এর চারপাশসহ
অষ্টধার বাজার, নিমতলা বাজার, পান্ডাপাড়া মোড়সহ বিভিন্ন পয়েন্টে অপরাধ প্রতিরোধে অধিক ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরার আওতায় আনার কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়ে অদূর ভবিষ্যতে এর আওতা আরও বাড়ানো হবে বলেও আশ্বস্ত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক। তিনি জানান- ইউনিয়নের অপরাধ নির্মূল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব সিসি ক্যামেরা উদ্বোধনের সময় ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও ইউপি সদস্য সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান এমদাদুল হক বলেন,বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান তথা দোকানে এবং দোকান সংলগ্ন গলিতে সুবিধাজনক স্থানে সিসি ক্যামেরায় আওতায় আনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণে তথ্য প্রযুক্তির সুবিধার মধ্যে সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পরীক্ষিত। স্থানীয় ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে হাট ও বাজারগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছি। তাতে স্বতঃস্ফূর্ত সহযোগিতাও মিলছে। ইউনিয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ হাট ও বাজারগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হলে জনবহুল এসব হাট-বাজারে অপরাধ কর্মকাণ্ড অনেক কমে যাবে বলে তিনি মনে করেন।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের অল্প সময়ে শনাক্ত করতে হাট-বাজারে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করা হয়েছে। অষ্টাধর হাট বাজারে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা স্থাপনের পরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো সিসি ক্যামেরার আওতায় আনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের মাঝে আলোচনার স্থান দখল করে নিয়েছেন চেয়ারম্যান এমদাদুল হক আরমান।
তিনি বলেন, অষ্টধর বাজার সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় আনা হলো। এতে করে এসব বাজারের দোকানদার ব্যবসায়ীরা ও বাইরের এলাকা থেকে হাটে আসা ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতারা নিরাপত্তা বোধ করবেন। তিনি আরো জানান- সিসি ক্যামেরা স্থাপনের ফলে বিশাল এই হাটের পুরোটাই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকবে। ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছতে পারবে।
ইউপি চেয়ারম্যান এমদাদুল হক বলেন, অনেক সময় সঠিক প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। এখন প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আর বেগ পেতে হবে না। সে লক্ষ্যে প্রতিটি বাজারে সিসি ক্যামেরার আওতায় এ উদ্যোগ নিয়েছেন তিনি।