July 6, 2025, 4:45 am
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের সদর উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত
১১ জন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫জানুয়ারি) দুপুরে রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার রাজগঞ্জ বাজার ক্লাস্টারের সকল
শিক্ষকদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এসব শিক্ষকরা ২০১১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে অবসরে গিয়েছিলেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন।
তিনি তার বক্তব্যে বলেন, একজন শিক্ষক যখন তার চাকরিজীবন শেষে বাড়ি ফিরে যান তখন তিনি অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুব কষ্টের। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করেছে। ময়মনসিংহ সদরের রাজাগঞ্জ বাজার ক্লাস্টারে এই পথম এমন উৎসবের বিদায়। শুধু ১১জন শিক্ষক নয়, প্রতিটি শিক্ষকের বিদায় এমন হওয়া উচিত বলে মনে করেন শিক্ষা অফিসার মনিকা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতন ও ক্লাষ্টারের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও সহকারী শিক্ষা অফিসারবৃন্দ।
এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন রাজাগঞ্জ বাজার ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা।
বিদায়ী শিক্ষকদের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, জ্ঞানের আলো দানকারীদের বিদায় জানাতে বিলম্ব হলেও আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারাটা আজ সার্থক হয়েছে। এসব শিক্ষকদের কল্যাণে বিদ্যালয়ে পাশের হার শতভাগে উন্নীত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এসব মহান শিক্ষকদের বিদায় জানিয়ে তাদের কর্মকেই ধরে রাখার চেষ্টা করছি।অনুষ্ঠানের শুরুতেই অবসরপ্রাপ্ত ১১ শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও মানপত্র দিয়ে অভিনন্দন জানান সংশ্লিষ্টদের। শিক্ষকদের বিদায়কে কেন্দ্র করে রাজাগঞ্জ বাজার ক্লাস্টারের শিক্ষার্থীদের মাঝে আবেগগণ পরিবেশ সৃষ্টি হয়। শুরুতে শিকার্থীদের একটি মনোমুগ্ধকর ডিসপ্লে প্যারেড অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য- উপজেলার রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে ২০১৮ সাল থেকে বিদায় নিয়েছেন
উত্তরীয় পরিয়ে দেওয়া হয় শুধুমাত্র বিদায় কে কেন্দ্র করে একজন প্রধান শিক্ষক ঢাকা সুদূর ঢাকা থেকে এসেছেন বিদায় নিতে।