July 3, 2025, 11:35 pm
ষ্টাফ রিপোর্টারঃ
যানজট, জলাবদ্ধতা, মাদক- ওয়ার্ডের প্রায় সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে দোয়া ও সমর্থন চেয়ে বেড়াচ্ছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড এলাকার কাউন্সিলর প্রার্থী, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক,সাবেক ছাত্রনেতা পল্লীবন্ধুর আদর্শের সৈনিক ও সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের বিশ্বস্ত আস্থাভাজন সাব্বির হোসেন বিল্লাল। সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে সাব্বির হোসেন বিল্লাল এলাকার সমস্যা সমাধানের লক্ষে ১৮ দফা ইশতেহার নিয়ে প্রচারণায় নেমেছেন। স্থানীয় এই প্রবীণ বাসিন্দা এলাকার সব সমস্যা সম্পর্কে অবগত। এমনটাই জানালেন স্থানীয়রা।
সাব্বির হোসেন বিল্লাল বলেন, ‘এই ওয়ার্ডের মানুষ অনেক দিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এখানে পানির অভাব, পয়োনিষ্কাশন সমস্যা, বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কবাতি থাকলেও সচল নেই। পরিচ্ছন্নতা কর্মীদের কাজ দীর্ঘদিন ধরে ঠিকভাবে দেখভাল করা হয়নি। রয়েছে মাদক সমস্যা। আমি নির্বাচিত হলে এই সমস্যাগুলো সমাধান করব।‘
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ওয়ার্ডে রয়েছে নগরীর সর্ববৃহৎ খেলার মাঠ,এই মাঠটির অবস্থাও তেমন ভালো না, । এখানেই একে একে গড়ে ওঠে নানা স্থাপনা। অপরিকল্পিত স্থাপনার কারণে যানজট নিত্যদুর্ভোগ।
ছুটির দিনে এলাকাটি পরিণত হয় লোকালয়ে। এখানে আনাগোনা আছে দর্শনার্থীদের। অনেকেই স্টেডিয়ামটি ব্যবহার করেন বিনোদন কেন্দ্র হিসেবে। এ সমস্যার মূলে রয়েছে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি। এমনটাই দাবি বিল্লালের। তিনি বলেন, ‘আমার জানামতে,স্টেডিয়ামে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। ছেলেমেয়েরা ঘুরতে আসে। সিকিউরিটি ব্যবস্থা শক্ত করতে চাই। এ ক্ষেত্রে স্টেডিয়ামের ভাবমূর্তি বজায় থাকবে।’
এদিকে ক্ষমতাসীন দলের প্রার্থীর সরব উপস্থিতি থাকলেও রাজনৈতিকভাবে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কাউন্সিলর প্রার্থীরা এখনো জোরালোভাবে মাঠে নামেননি। এলাকায় তাদের পোস্টার খুব একটা চোখে পড়ছে না। তেমন প্রচারণাও নেই নির্বাচনের মাঠে।
কাউন্সিলর পদে অন্য প্রার্থী সাব্বির হোসেন বিল্লাল পারিবারিকভাবে আগে থেকেই এলাকায় বেশ পরিচিত। তার আছে অনেক অনুসারী-সমর্থক। তারা প্রচারণা চালাচ্ছেন তার পক্ষে। এর আগেও করোনাসহ বিভিন্ন দুর্যোগে বাড়ী-বাড়ী গিয়ে ভোটারদের খোজ-খবর নেওয়াসহ সহযোগিতার হাত বাড়িয়ে ওয়ার্ডবাসীর মনে জায়গা করে নিয়েছেন সাব্বির হোসেন বিল্লাল।